Sunday, October 26, 2014

‘শিশুর ভাষা’


বজলুর রশীদ চৌধূরী

দূরন্ত এক শিশু আমি চলছি অবিরল,
সাগর নগর দেখব আজি মাতিয়ে ধরাতল।
কচি বয়সে বাসা আমার শিশু সোহাগ নাম,
মন পবনের ঘোড়া চড়ে ঘুরি শহর গ্রাম।
মায়ের হে বাবার আদর সদা বয়ে চলি,
তাঁদের মুখের শেখা ভাষা রপ্ত করে বলি।
পাশে বসিয়ে খেতে দেয় মা-মুখে মিষ্টি হাসি,
একটু কিছু হলেই তাঁর অশ্রু পড়ে ভাসি।
লেখা-পড়ায় কৃতি ছাত্র-তিনের ভিতর নাম,
বিদ্যালয়ের সেরা পড়ুয়া-সবার কাছে দাম।
মাঠের খেলায় মগ্ন থাকি রবির আঁচল ধরি,
গোধুলি গায়ে মেখে শিশির চাদর পরি।
পাড়ায় পাড়ায় হৈ হল্লা সঙ্গী সাথী লয়ে,
বেলা শেষে ঘরে ফিরি গাঁয়ের ধূলো বয়ে।
ছুটির দিনে মামার বাড়ী স্বাধীনভাবে চলি,
আঁকা বাঁকা কত পথ কাদা পায়ে দলি।
নিজ গাঁয়ের গৌরব করি মামার বাড়ী গিয়ে,
মামার দেশের কল্প কথা সংগে আসি নিয়ে।
কচি কিশোর শিশু আমি উড়ায় পাড়াল মন,
অজানাকে জানার ইচ্ছায় ছুটি সারাক্ষণ।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment

bazlurusa@gmail.com