Wednesday, September 18, 2013

ষড়ঋতু

বজলুর রশীদ চৌধূরী
ষড়ঋতুর দেশ আমাদের কত সুন্দর লাগে,
এক ঋতু শেষ হতে আরেক ঋতু জাগে।
দুই মাসে এক ঋতু বার মাসে ছয়,
এক সমান দুই ঋতু কোন কালে নয়।
মাসে মাসে বদলায় দিন বিধির বিধান বলে,
ফল ফুল খরা বৃষ্টি প্রমান তার মিলে।
ফাল্গুন চৈত্র ফুলে ফুলে, বৈশাখ জৈষ্ঠ্য ফল,
আষাঢ় শাওন বর্ষাকাল, জলের উপর জল।
কার্তিক আগন সোনার ফসল, মাঠে পাঁকা ধান,
খুশীর শানাই বাজায় কৃষক, কন্ঠে ভরা গান।
ভাদ্র-আশ্বিন শীতের বার্তা, গাছে পাকা তাল,
পাড়ায় পাড়ায় পিঠার ধুম আছে সর্বকাল।
হাড় কাঁপানো পৌষ-মাঘে, ভেজা কাঁথার ফাঁক,
আঁধার রাতে ভেসে আসে নিশি পেঁচার ডাক।
শীতকালে শুকিয়ে যায় খাল বিল সারা,
হাওরী পথের বাউরী বাতাস জুড়ায় প্রানের ধারা।

লেখক ঃ মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী

No comments:

Post a Comment

bazlurusa@gmail.com