Wednesday, September 11, 2013

‘শ্যামল বাংলা’


‘শ্যামল বাংলা’
বজলুর রশীদ চৌধুরী

শ্যামল সুন্দর বাংলা আমার, সবুজের নাই শেষ
এই তো আমার জন্মভূমি, রূপের বাংলাদেশ।
যত দেখি তারে আমি, আরো দেখতে চাই,
প্রকৃতির রূপের বাহার আমার দেশে পাই।
ফুল ফুটে বার মাস, ফল সারা বছর,
ফলে ফুলে ভরা বাংলা, আছে তার কদর।
আকাশ ঘেঁষা সবুজ পাহাড়, উঁকী দিয়ে চায়,
দেখে যেন মনে হয় নীল আকাশের গায়।
চারিদিকে বনলতা, সবুজ শাড়ী পরে,
সারি সারি ফুলের ঘ্রাণ, তনুমন ভরে।
হাওর বিলে মাছের খেলা, ক্ষেতের মাঠে ফসল,
ঝোঁপ-জঙ্গঁলে ঘুরে বেড়ায়, নিশাচরের দল।
সাগর কোনের বায়ূ টানে, নেমে আসে ঢল,
নদী নালা বয়ে চলে , বৃষ্টি ঝরা জল।
নদীর তীরে গ্রাম-গঞ্জ, সারি সারি ঘর,
একুল ভাঙ্গে ওকুল গড়ে, জাগে নূতন চর।
গো-ধূলিতে বাংলা রানী হলুদ শাড়ী পরে,
সেজে যেন নববধু, যায় বাসর ঘরে।
মাঠের উপর সবুজ ঘাস, কুয়াশার চাঁদর পরে,
এত সুন্দর দেশ আমার, দেখি নয়ন ভরে।
সাগর জলে ভেসে বেড়ায়, হাজার হাজার জেলে,
জীবন তাদের কেটে যায়, মাছের সাথে খেলে।
কত বিশাল সাগর সৈকত, বিশ্ব সেরা বলে,
গায়ের তাপ শীতল করি, সাগর কন্যার জলে।
আরো কত দ্বীপ আছে, চোখে নিশা ধরে,
এক পলকে চেয়ে থাকি, হৃদয় উজার করে।
গাছ গাছালীর সবুজ মেলা, দেখতে লাগে বেশ,
এই তো আমার রূপের রানী, শ্যামল বাংলাদেশ।

মিশিগান, যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment

bazlurusa@gmail.com