বজলুর রশীদ চৌধুরী
স্মৃতি ভাসা গ্রাম আমার, সকল গাঁয়ের সেরা,গাছে গাছে সবুজ মেলা, লতায় পাতায় ঘেরা।
ফলে ফুলে ভরা গ্রাম, রূপের কমতি নাই,
এঁটো পথের মেঠো বাতাস, হর-হামেশা পাই।
ফসল ভরা ক্ষেত আছে, আছে সবুজ মাঠ,
পাঠশালাতে গিয়ে শিখি, বাল্য শিক্ষার পাঠ,
পূর্ব-পশ্চিম দুইটি মসজিদ, ঝলমলিয়ে হাসে,
অতি সুন্দর গ্রাম আমার, রত্না নদীর পাশে।
বড় বড় তিনটি দিঘী, কালের সাক্ষী বয়,
ফাল্গুন-চৈত্রে অলি-আওলিয়ার, বার্ষিক ওরস হয়।
ইমামদিঘী কুমারদিঘী চামারদিঘীর কথা,
দিনে দিনে হচ্ছে বিলীন, দেখলে লাগে ব্যথা।
কূল ঘেঁষে যায় কত নাও ভাটির গান গেয়ে,
এক পলকে থাকি আমি তাদের দিকে চেয়ে।
আম বাগানের তলায় গিয়ে কত খেলা করি
সাথী আরো কত থাকে, বাগানতলা ভরি।
বাঁশ বাগানের ঝোঁপের ভিতর কত পাখী থাকে,
ভোরের আলো ফুটে উঠে, কিচির মিচির ডাকে।
মাঠে যায় ক্ষেতের চাষী, কাক ডাকার আগে,
ঘুমিয়ে পড়া গ্রাম আমার, ধীরে ধীরে জাগে।
চাকুরীজীবী অনেক মানুষ, শিক্ষার আছে মান,
মিলে মিশে চলি সবাই, নাহি কোন শান।
পরবাসে চলে গেছে, অনেক মানুষ হায়,
এত মায়ার গ্রাম আমার, কার বা পানে চায়?
ফেলে আসা দিনের কথা, ভাবী অবিরাম,
প্রবাস থেকে কাঁদে মন, হায়রে আমার গ্রাম।
মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী
No comments:
Post a Comment
bazlurusa@gmail.com