Sunday, May 27, 2018

"এতিম আমি"

বজলুর রশীদ চৌধূরী।

এতিম আমি অনাথ আমি-আমি সর্ব হারা,
সব যাতনা বুকে লয়ে হলাম ঘর ছাড়া।
সকল কাজের যোগান দেই কাজের তালে তালে,
তবু রূঢ় গালির বাসা বাঁধছে আমার ভালে।
নির্বোধ আমি নিশ্চল আমি আমার নাইকো বল,
হাঁটু জলে কাটি সাঁতার পাইনি কভু তল।
নিখোঁজ আমি অবুঝ আমি- আমি দিঠি হীণ,
মধুর বুলি শুনিয়ে মুখে বুকে বাসে ভিন।
সহজ আমি সরল আমি বিশ্বাসে মন রয়,
মালিক সাবের যত আদেশ গালি ছাড়া নয়।
ছোট বড় নাইকো কেহ সবাই আমার বড় ,
বিনা ভুলে শাসন করতে সকল হণ জড়ো।
ভাল ভাল খাবার থাকে খালি আমার পাত,
মাছ মাংস লাগেনা মোর ভাত দিয়ে খাই ভাত।
সারা বেলা কাজ করি বেলার নাইকো শেষ,
তবু মালিক বলে নাকো কাজ করেছ বেশ।
সারা অঙ্গ পোড়া পোড়া ঘা এর ভিতর পুঁজ,
ব্যথা নাহি বুঝে কেহ লয়না গায়ের খোঁজ।
শীতের রাত কাটাই আমি ছেঁড়া ছালা পরে,
ঘুম নাহি আসে মোর মা'কে স্মরণ করে।
গরম দিনে মশার জ্বালা বলব কাহার ঠাঁই,
সারা অঙ্গ জ্বরে কাঁপছে চোখে নিদ্ নাই।
খেশ কুটুম যত আসে আমার সেবা আগে,
মিঠাই মন্ডু কত থাকে হয়না আমার ভাগে।
খবর লয়ে বহু দূর হেঁটে হেঁটে যাই,
গাড়ী ঘোড়া চলছে রাস্তায় আমার ভাড়া নাই।
নিরাশাকে আশা ভেবে ভাসা মনে ভাসি,
ধরার পরে পাব কি আর নির্মল দিনের হাসি?
কর জোড়ে বিনয় করি ওগো দয়াময়,
আমার মতন এমন এতিম কেউ যেন না হয়।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।

Friday, April 13, 2018

"নববর্ষ"

বজলুর রশীদ চৌধূরী

এসো বৈশাখ এসো জৈষ্ঠ এসো বার মাস,
এসো অনাবিল আনন্দে ভাসিয়ে দেই বাংলার মাটি-ঘাস।
এসো হেসে খেলে গাহি -হৃদয়ে রেখে হর্ষ,
এসো সবাই মিলে বরণ করি বাংলা নববর্ষ।
এসো গাহি তাঁহারই গান,
যিনি আমাদের দিন-রাত করেছেন দান।
এসো শপথ করি মোরা নূতন দিনের তরে,
এসো বিলিয়ে দিই মহানন্দ সবার ঘরে ঘরে।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।

Friday, April 6, 2018

"পরানের বন্ধু"

গীতিকার-বজলুর রশীদ চৌধূরী।

পরানের বন্ধুরে নিশি রাইতে আমার বাড়ি আইও।।
নয়া গাছের নয়া ফল হাত বাড়াইয়া খাইও।।
পরানের বন্ধু---আমার বাড়ি আইও বন্ধু গাছে ফল ধরা,
চুষি চুষি খাইও রস মুখ থাকিবে ভরা।
নয়া গাংগের নয়া পানি সাঁতার কাটি যাইও।।
পরানের বন্ধু---নয়া ফুলের নয়া মধু এমনি ঝরে যায়,
প্রাণ ভমরা না আসিল মধু কে বা খায়?
ফুলের উপর বইসা তুমি গুণগুণী গান গাইও।।
পরানের বন্ধু----ঘরের ভিতর বন্দী আমি কেমনে বাহির হই?
এমন বান্ধব নাইরে আমার মনের কথা কই।
বজলু মিয়ার মনের দু:খ পাইলে তারে কইও।।
পরানের বন্ধু নিশি রাইতে আমার ঘরে আইও।।

লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।

Friday, September 8, 2017

"আরাকানে মুসলিম হত্যা"

বজলুর রশীদ চৌধূরী।

আরকান রাজ্যে চলছে খুন করছে বার্মিজ বৌদ্ধ,
ঠান্ডা মাথায় ফেলছে লাশ নহে কোন যুদ্ধ।
লাশের উপর ফেলছে লাশ বাঁধা নাহি পায়,
নারী পুরুষ শিশু সন্তান কান্দে হায়রে হায়।
বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে বুদ্ধিস্ট সব শয়তান,
কুড়াল কুপে সংহার করছে হাজার হাজার প্রাণ।
বিনা দোষে কেন মারে রোহিঙ্গা না বুঝে,
ঝোঁপ জঙ্গলে লুকিয়ে গেলেও ধরে আনে খোঁজে।
খন্ড খন্ড করে দেহ জ্যান্ত প্রাণের উপর,
খুনের নেশায় মেতে উঠছে মধ্য যুগের বর্বর।
নারী পুরুষ করছে জবাই আগুন দিচ্ছে গায়,
এমন হত্যা দেখছ কি কেউ সুন্দর এই ধরায়?
ধরে ধরে নিয়ে যায় করে নির্যাতন,
সবার অঙ্গে চালায় ছুরা করে গণ ধর্ষণ।
শিশুর গলায় পা রেখে আটকে দেয় দম,
বিশ্ববাসী দেখছ কি কেউ এমন কোন যম?
গাছের সাথে বেঁধে মারে মারে বন্দী করে,
নারী পুরুষ কেউ বাকি নাই সন্তান সহ ধরে।
লাশে ভরা আরাকান আজ লিখবো বল কত?
নাফ নদীতে রক্ত স্রোত বইছে অবিরত।
ক্ষুধার জ্বালায় মরছে ওরা মরছে জলে ভেসে,
খুন করে ফেলে খুনী যায় হেসে হেসে।
বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে কোন সাড়া নাই,
ভিতর থেকে দ্বার বন্ধ বিবেক কোথা পাই?
আকুল সুরে ডাকি মোরা ওগো দয়াময়,
শক্তি সাহস দাও গো তুমি দূর করে দাও ভয়।

লেখক-মিশিগান ,যুক্তরাষ্ট্র ।

Thursday, August 10, 2017

'মনের ভাবনা'

বজলুর রশীদ চৌধূরী
বুকে রেখ ভালবাসা মুখে মধুর বুলি,
সুজনদেরে দাও আদর মনের দুয়ার খুলি।
গরীব দু:খী লয়ে করো মধুর সহ বাস,
সবার সহায় থেকো সদা কইর নাকো নাশ।
উদর ভরা আদর দাও দাও গো ভালবাসা,
মনের কোনে জিইয়ে রেখো স্বপ্নিল সুন্দর আশা।
তিলে তিলে সত্যি একদিন হয়ে যাবে ক্ষয়,
দু:খ কষ্ট যত লাগে প্রাণে যেন সয়।
চেয়ে চেয়ে গেল জীবন না পুরিল আশ,
অঙ্গ ভরা যৌবন গেল না হল আর বাস।
কাঁব্য আমায় দিয়েছে ফাঁকি আর আসবেনা ফিরে,
ভাবের ভাষা অনেক দূর যাচ্ছে ধীরে ধীরে।
মনের কথা কইব কা,কে শুনার মানুষ নাই,
ভাটিয়াল গাংগের তীরে বসি বিদায়ের গান গাই।
কথায় কি ভরে মন যত কথা শুনি,
দিনে দিনে এসব কথা বসে বসে গুণি।
একা ঘরে থাকি আমি শূন্য আমার ঘর,
সকল সাথীর সঙ্গী আছে শুধু আমি পর।
ইশারাতে ডাক আমায় দিয়ে অনেক আশা,
কাকে লয়ে করবো ঘর বাঁধবো সুখের বাসা?
আশার আশে  সবাই আছে এই ভবেরই পর,
কয়দিন পরে হয় যে আবার মাটির নীচে ঘর।
আসার সময় এলাম একা যাবো আবার একা,
মনের মানুষ খোঁজে গেলাম পেলাম না তার দেখা।
এত বড় ধরার পরে আমার সাথী নাই,
নাচে গানে সবাই বিভোর আপন গান গাই।
ক্ষুদ্র এক প্রাণী আমি বেঁচে আছি মরে,
সকল কথার ইতি হবে যেদিন যাবো সরে।
মা বাবা মরে গেছেন পাইনি মায়ার স্বাদ,
চোখের জলে বহে নদী ভাঙ্গে আশার বাঁধ।
শোক সাগরে ভেসে আমি কাটছি কত সাঁতার,
এমন বান্ধব নাই আমার দেখিয়ে দিবে কিনার।
মনের কথা কইনা কোথা চোখের জলে ভাসি,
দয়া কর ওগো দয়াল দেখি তোমার হাসি।
থাকবোনা আর পরবাসে যাবো জনম ভূমি,
যেথায় গেলে পাব আমার মনের ভাবনা তুমি।

লেখক, মিশিগান, যুক্তরাষ্ট্র ।

Tuesday, August 8, 2017

'জন্মদিন'

বজলুর রশীদ চৌধূরী।

এইদিনে মুই জন্ম নিলাম এলাম ধরার পর,
মায়ের কোলে ঠাঁই আমার মায়ের কোলই ঘর।
আত্মীয় স্বজন সবাই খুশী-খুশী জন্মদাতা,
খুশীর জোয়ারে ভাসছে সকল-খুশী আপন মাতা।
পাড়া পড়শী আরো খুশী করছে বলাবলি,
শুভদিন জন্ম ছেলের যেন ফুলের কলি।
তেসরা আগস্ট জন্ম আমার মায়ের ছিল অসুখ,
মা জননী বলতে ইহা পেতেন অনেক দুখ।
জনম আমার সফল হোক দেশের সেবা করি,
এই দোয়া করবেন সবে হৃদয় মন ভরি।
বাংলা আমার ধ্যানের ছবি বাংলা আমার প্রাণ,
বাংলার কোলে জন্ম লয়ে গাহি বাংলার গান।
দেশবাসী পরবাসী বন্ধু বান্ধব যত,
সালাম আদাব নিবেন সবে দোয়া শত শত।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।

Sunday, May 28, 2017

"প্রেমের প্রলাপ"

বজলুর রশীদ চৌধূরী। 
কথায় কি ভরে মন ওগো সাথী ভাই,
সকল দু:খ দূরে যাবে যদি কাছে পাই।
মনের কথা কইব কা'কে শুনার মানুষ নাই,
ব্যথায় ভরা অঙ্গ আমার অন্তর পুড়ে ছাই।
পাগল করা কথা দিয়ে আর মেরোনা আমায়,
পোড়া অঙ্গ এমনি অঙ্গার কত সইবে গাঁয়?
দেখা হবে দেখা হবে আশা করি মনে,
কবে জানি দেখা হবে মরি উচাটনে।
জল কন্যার পাশে বসি দেখি জলের খেলা,
প্রকাশের ভাষা নেই শুধু ভাবের ঠেলা।
তোমার কথা মনে লয়ে কত স্বপণ বুণি,
দূর থেকে শুধু আমি তোমার কথাই শুনি।
ভাল থাক মনের মানুষ ভাল চাই সদা,
সকল দু:খ চলে যাবে সহায় হবেন খোদা।
পোড়া মনে কত কথা আসে আর যায়,
মিটি মিটি বন বায়ূ নিঠুর গান গায়।
বনের পাখি রোদন করে কাঁপিয়ে তুলে ধরা,
জীবন থাকতে ওগো সাধু কেন হলি মরা?
আকাশ বাতাস ঝুরে মরে তোমাকে না পেয়ে,
মায়া ভরা জনম ভূমি আছে পন্থ চেয়ে।

লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।