বজলুর রশীদ চৌধূরী।
এতিম আমি অনাথ আমি-আমি সর্ব হারা,
সব যাতনা বুকে লয়ে হলাম ঘর ছাড়া।
সকল কাজের যোগান দেই কাজের তালে তালে,
তবু রূঢ় গালির বাসা বাঁধছে আমার ভালে।
নির্বোধ আমি নিশ্চল আমি আমার নাইকো বল,
হাঁটু জলে কাটি সাঁতার পাইনি কভু তল।
নিখোঁজ আমি অবুঝ আমি- আমি দিঠি হীণ,
মধুর বুলি শুনিয়ে মুখে বুকে বাসে ভিন।
সহজ আমি সরল আমি বিশ্বাসে মন রয়,
মালিক সাবের যত আদেশ গালি ছাড়া নয়।
ছোট বড় নাইকো কেহ সবাই আমার বড় ,
বিনা ভুলে শাসন করতে সকল হণ জড়ো।
ভাল ভাল খাবার থাকে খালি আমার পাত,
মাছ মাংস লাগেনা মোর ভাত দিয়ে খাই ভাত।
সারা বেলা কাজ করি বেলার নাইকো শেষ,
তবু মালিক বলে নাকো কাজ করেছ বেশ।
সারা অঙ্গ পোড়া পোড়া ঘা এর ভিতর পুঁজ,
ব্যথা নাহি বুঝে কেহ লয়না গায়ের খোঁজ।
শীতের রাত কাটাই আমি ছেঁড়া ছালা পরে,
ঘুম নাহি আসে মোর মা'কে স্মরণ করে।
গরম দিনে মশার জ্বালা বলব কাহার ঠাঁই,
সারা অঙ্গ জ্বরে কাঁপছে চোখে নিদ্ নাই।
খেশ কুটুম যত আসে আমার সেবা আগে,
মিঠাই মন্ডু কত থাকে হয়না আমার ভাগে।
খবর লয়ে বহু দূর হেঁটে হেঁটে যাই,
গাড়ী ঘোড়া চলছে রাস্তায় আমার ভাড়া নাই।
নিরাশাকে আশা ভেবে ভাসা মনে ভাসি,
ধরার পরে পাব কি আর নির্মল দিনের হাসি?
কর জোড়ে বিনয় করি ওগো দয়াময়,
আমার মতন এমন এতিম কেউ যেন না হয়।
লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।
এতিম আমি অনাথ আমি-আমি সর্ব হারা,
সব যাতনা বুকে লয়ে হলাম ঘর ছাড়া।
সকল কাজের যোগান দেই কাজের তালে তালে,
তবু রূঢ় গালির বাসা বাঁধছে আমার ভালে।
নির্বোধ আমি নিশ্চল আমি আমার নাইকো বল,
হাঁটু জলে কাটি সাঁতার পাইনি কভু তল।
নিখোঁজ আমি অবুঝ আমি- আমি দিঠি হীণ,
মধুর বুলি শুনিয়ে মুখে বুকে বাসে ভিন।
সহজ আমি সরল আমি বিশ্বাসে মন রয়,
মালিক সাবের যত আদেশ গালি ছাড়া নয়।
ছোট বড় নাইকো কেহ সবাই আমার বড় ,
বিনা ভুলে শাসন করতে সকল হণ জড়ো।
ভাল ভাল খাবার থাকে খালি আমার পাত,
মাছ মাংস লাগেনা মোর ভাত দিয়ে খাই ভাত।
সারা বেলা কাজ করি বেলার নাইকো শেষ,
তবু মালিক বলে নাকো কাজ করেছ বেশ।
সারা অঙ্গ পোড়া পোড়া ঘা এর ভিতর পুঁজ,
ব্যথা নাহি বুঝে কেহ লয়না গায়ের খোঁজ।
শীতের রাত কাটাই আমি ছেঁড়া ছালা পরে,
ঘুম নাহি আসে মোর মা'কে স্মরণ করে।
গরম দিনে মশার জ্বালা বলব কাহার ঠাঁই,
সারা অঙ্গ জ্বরে কাঁপছে চোখে নিদ্ নাই।
খেশ কুটুম যত আসে আমার সেবা আগে,
মিঠাই মন্ডু কত থাকে হয়না আমার ভাগে।
খবর লয়ে বহু দূর হেঁটে হেঁটে যাই,
গাড়ী ঘোড়া চলছে রাস্তায় আমার ভাড়া নাই।
নিরাশাকে আশা ভেবে ভাসা মনে ভাসি,
ধরার পরে পাব কি আর নির্মল দিনের হাসি?
কর জোড়ে বিনয় করি ওগো দয়াময়,
আমার মতন এমন এতিম কেউ যেন না হয়।
লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।

