বজলুর রশীদ চৌধূরী
এসো বৈশাখ এসো জৈষ্ঠ এসো বার মাস,
এসো অনাবিল আনন্দে ভাসিয়ে দেই বাংলার মাটি-ঘাস।
এসো হেসে খেলে গাহি -হৃদয়ে রেখে হর্ষ,
এসো সবাই মিলে বরণ করি বাংলা নববর্ষ।
এসো গাহি তাঁহারই গান,
যিনি আমাদের দিন-রাত করেছেন দান।
এসো শপথ করি মোরা নূতন দিনের তরে,
এসো বিলিয়ে দিই মহানন্দ সবার ঘরে ঘরে।
লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।
এসো বৈশাখ এসো জৈষ্ঠ এসো বার মাস,
এসো অনাবিল আনন্দে ভাসিয়ে দেই বাংলার মাটি-ঘাস।
এসো হেসে খেলে গাহি -হৃদয়ে রেখে হর্ষ,
এসো সবাই মিলে বরণ করি বাংলা নববর্ষ।
এসো গাহি তাঁহারই গান,
যিনি আমাদের দিন-রাত করেছেন দান।
এসো শপথ করি মোরা নূতন দিনের তরে,
এসো বিলিয়ে দিই মহানন্দ সবার ঘরে ঘরে।
লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র ।

No comments:
Post a Comment
bazlurusa@gmail.com