Sunday, May 28, 2017

"প্রেমের প্রলাপ"

বজলুর রশীদ চৌধূরী। 
কথায় কি ভরে মন ওগো সাথী ভাই,
সকল দু:খ দূরে যাবে যদি কাছে পাই।
মনের কথা কইব কা'কে শুনার মানুষ নাই,
ব্যথায় ভরা অঙ্গ আমার অন্তর পুড়ে ছাই।
পাগল করা কথা দিয়ে আর মেরোনা আমায়,
পোড়া অঙ্গ এমনি অঙ্গার কত সইবে গাঁয়?
দেখা হবে দেখা হবে আশা করি মনে,
কবে জানি দেখা হবে মরি উচাটনে।
জল কন্যার পাশে বসি দেখি জলের খেলা,
প্রকাশের ভাষা নেই শুধু ভাবের ঠেলা।
তোমার কথা মনে লয়ে কত স্বপণ বুণি,
দূর থেকে শুধু আমি তোমার কথাই শুনি।
ভাল থাক মনের মানুষ ভাল চাই সদা,
সকল দু:খ চলে যাবে সহায় হবেন খোদা।
পোড়া মনে কত কথা আসে আর যায়,
মিটি মিটি বন বায়ূ নিঠুর গান গায়।
বনের পাখি রোদন করে কাঁপিয়ে তুলে ধরা,
জীবন থাকতে ওগো সাধু কেন হলি মরা?
আকাশ বাতাস ঝুরে মরে তোমাকে না পেয়ে,
মায়া ভরা জনম ভূমি আছে পন্থ চেয়ে।

লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।

No comments:

Post a Comment

bazlurusa@gmail.com