বজলুর রশীদ চৌধূরীআকুল সুরে ডাকি আমি ওগো আমার কবি,
তোরা দেশের মনি মুক্তা তোরাই দেশের রবি।
তোদের ধ্যান তোদের জ্ঞান খুঁজি নিরন্তর,
তোদের বাণী লয়ে বেড়াই যুগ যুগান্তর।
বাল্য শিক্ষায় ছিল এক দিন পদ্য পড়ার ধুম,
সুর করে পড়তাম সবে যদিও আসত ঘুম।
তৃণ লতা সবুজ পাতা গাছের কথা বলে,
লিখে গেলে তারকা রাজি কেমন করে চলে
নীল দরিয়ার মনি মুক্তার কে বা সন্ধান পায়!
কেমন করে বীর ডুবুরী সাগর তলে যায়?
অবুঝ শিশু ঘুম পাড়াতে চাঁদ মামাকে ডাক,
ঘুমিয়ে পড়া শিশু তার মায়ের কোলে রাখ।
রূপ নগরের রূপের রানীর রূপের কথা শুনাও
শাহাজাদীর হিরার আংটি রাজ কুমারকে পরাও।
কত অধীন করলে স্বাধীন কাব্য রসের বলে,
কত সৈন্য হল ধন্য দেশের গানের ফলে।
ছন্দে ছন্দে জানিয়ে গেলে অনেক তথ্যের কথা,
আজকে তোদের সেই ছন্দ পাচ্ছে অনেক ব্যথা।
ছন্দের মোহে সাজিয়ে দিলে শ্যামল বাংলার রং,
সেই ছন্দ বন্ধ হয়ে সাজছে কালের ঢং।
কত কাব্য লিখে দিলে জীবন গড়ার তরে,
অনেক বাণী দিয়ে গেলে দর্শণ শাস্ত্র ধরে।
পদ্য গদ্য দুটি শব্দ সদা সর্ব কালে,
আজ অবধি সেই কথা চলছে সমান তালে।
ভাব আবেগে দুটি ভাই দুটি ভাষায় কয়,
সাহিত্যের গর্ভে আবার মহা সুখে রয়।
সাহিত্যকে সাজিয়ে রাখবে গদ্য চির কাল,
পদ্য তার নিজের নৌকায় রাখবে ছন্দের পাল।
গদ্য সাধু চলছে মাঠে পদ্য নাম ধরে,
মিষ্ট ভাষী পদ্য দাদু লজ্জায় যাচ্ছে মরে।
দাপাই দাপাই মাঠ কাঁপাই গদ্য সাধু চলে,
পদ্য মধু ভাসছে এখন বিষাদ ভরা জলে।
আমি কেমন লেখক আর ছন্দ কিসে বুঝি,
কবির কথা স্মরণ করে ছন্দের মিলন খুঁজি।
লেখক-মিশিগান,যুক্তরাষ্ট্র।
http://bazlurusa.blogspot.com/
No comments:
Post a Comment
bazlurusa@gmail.com