Sunday, March 6, 2016

স্বাধীন বাংলা


-বজলুর রশীদ চৌধূরী
ঊনসত্তুরে গণজাগরন, নাম তার ডাক্,
সমর শাসক পালিয়ে যায়, মুখে নাহি বাক্।
সত্তুরেতে গণভোট, পয়লা নির্বাচন,
বীর বাঙ্গালী জিতে নেয়, সারা বাংলার আসন।
শাসক গোষ্ঠী ভীত হয়ে কাঁপে থর থর,
চল চাতুরী কত চালায় বিজয়ের উপর।
একাত্তুরের সাত মার্চ ভাষন পরিস্কার,
বঙ্গবন্ধুর কন্ঠে ভাসে মুক্তির অধিকার।
‘‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’’
পঁচিশ মার্চ ভয়াল রাত, ইতিহাসের পাতায়,
লিখতে নাহি কলম চলে, চোখের জল খাতায়।
নির্বিচারে মানুষ মারে পাক হানাদার,
বিশ্ব-বিবেক হাকিয়ে বলে, সাবধান-খবরদার।
ছাব্বিশ মার্চ ‘স্বাধীন বাংলা’ মেজর জিয়া বলে,
বঙ্গবন্ধুর পূর্ব ঘোষণা, যুদ্ধে যাই চলে।
ডিসেম্বরে স্বাধীন হলাম, ত্রিশ লক্ষ মরে,
এত কষ্টের স্বাধীনতা, রাখবো যতন করে।
স্বাধীন দেশে থাকবো মোরা, স্বাধীন কথা বলে,
বুক ফুলিয়ে চলবো মোরা, নিশান বেঁধে গলে।

1 comment:

bazlurusa@gmail.com