বজলুর রশীদ চৌধূরী
জন্ম ভূমির কোলে বসি স্বাধীনতা কয়,
বড় কস্টে আসিয়াছি আমি-গমনের তরে নয়।
আকাঁ বাকাঁ বন্ধুর পথ বাহিয়া-মাঠ হইতে মাঠে,
রক্ত সাগরে ভাসিয়া আসিয়াছি জননীর ঘাটে।
বীর দর্পে আসিয়াছি আমি-ভীরু কভু নহি,
আঘাত গায়ে যতই লাগিয়াছে- নীরবে গিয়াছি সহি।
ভয় করি নাই-রাখিতে মায়ের বুকে মাথা,
স্ব-গৌরবে কহিতাছি আমি রক্ত ভাষা স্বাধীনতা।
মায়ের তরে জীবন আমার-মায়ের তরে মরণ,
কার স্বাধ্য আছে বল-আমাকে করিবে হরণ?
হাজার বছর ধরিয়া-সংগ্রাম সাধনার ফলে,
আসিয়াছি আমি আমার জননীর কোলে।
শোষন আর বঞ্চনাকে চিরতরে বিদায় দিয়া,
দেশ প্রেমে নিজেকে উৎসর্গ করিয়া।
আসিয়াছি আপন আলয়ে-হেরিতে মায়ের মুখ,
বাধাঁ যতই আসুক দূর করিব মায়ের দুখ।
রক্ত সাগরে দাঁড়াইয়া আজও কহিতাছি কথা,
পাজঁরে পাজঁরে লাগিয়া আছে কত যে ব্যাথা।
হারাইয়াছি ভাই-বোন, হারাইয়াছি মাতা-পিতা,
হারি নাই তবু-হইয়াছি জয়ী, আমি স্বাধীনতা।
নিষ্টুর আচরন করিব বারন-এই হস্ত দিয়া,
যে হস্তে আনিয়াছি মুক্তি-যাতনা দিয়াছি তাড়াইয়া।
আমি স্বাধীনতা সহিয়াছি ব্যথা-ক্ষত হৃদয়ে বলি,
মুক্তির ঘ্রান শুঁকিয়া শুঁকিয়া যেন জনমভর চলি।
দেশের তরে আছি আমি, দেশের তরে বাচি,
মাতৃভূমির তরে, আমার জীবন দিব যাচি।
মিশিগান, যুক্তরাস্ট্য
জন্ম ভূমির কোলে বসি স্বাধীনতা কয়,
বড় কস্টে আসিয়াছি আমি-গমনের তরে নয়।
আকাঁ বাকাঁ বন্ধুর পথ বাহিয়া-মাঠ হইতে মাঠে,
রক্ত সাগরে ভাসিয়া আসিয়াছি জননীর ঘাটে।
বীর দর্পে আসিয়াছি আমি-ভীরু কভু নহি,
আঘাত গায়ে যতই লাগিয়াছে- নীরবে গিয়াছি সহি।
ভয় করি নাই-রাখিতে মায়ের বুকে মাথা,
স্ব-গৌরবে কহিতাছি আমি রক্ত ভাষা স্বাধীনতা।
মায়ের তরে জীবন আমার-মায়ের তরে মরণ,
কার স্বাধ্য আছে বল-আমাকে করিবে হরণ?
হাজার বছর ধরিয়া-সংগ্রাম সাধনার ফলে,
আসিয়াছি আমি আমার জননীর কোলে।
শোষন আর বঞ্চনাকে চিরতরে বিদায় দিয়া,
দেশ প্রেমে নিজেকে উৎসর্গ করিয়া।
আসিয়াছি আপন আলয়ে-হেরিতে মায়ের মুখ,
বাধাঁ যতই আসুক দূর করিব মায়ের দুখ।
রক্ত সাগরে দাঁড়াইয়া আজও কহিতাছি কথা,
পাজঁরে পাজঁরে লাগিয়া আছে কত যে ব্যাথা।
হারাইয়াছি ভাই-বোন, হারাইয়াছি মাতা-পিতা,
হারি নাই তবু-হইয়াছি জয়ী, আমি স্বাধীনতা।
নিষ্টুর আচরন করিব বারন-এই হস্ত দিয়া,
যে হস্তে আনিয়াছি মুক্তি-যাতনা দিয়াছি তাড়াইয়া।
আমি স্বাধীনতা সহিয়াছি ব্যথা-ক্ষত হৃদয়ে বলি,
মুক্তির ঘ্রান শুঁকিয়া শুঁকিয়া যেন জনমভর চলি।
দেশের তরে আছি আমি, দেশের তরে বাচি,
মাতৃভূমির তরে, আমার জীবন দিব যাচি।
মিশিগান, যুক্তরাস্ট্য
সত্যিই অসাধারণ লিখেছেন। প্রিয় সম্মানিত কবি
ReplyDelete