বজলুর রশীদ চৌধূরী
চরন ধরি বিনয় করি ওগো দয়াময়,
তুমি বিনে এই ভুবনে আপন কেহ নয়।
সত্য পথে সদা চলতে শক্তি দাও মোরে,
পর মন্দ ঝগড়া দ্বন্দ্ব রাখ মোর দূরে।
আমি কাঙ্গাঁল তুমি দয়াল সর্ব শাস্ত্রে পাই,
তবে কেন নাহি শুন আমার ফরিয়াদ সাঈ।
জনমভর লোভের পর, পড়ে রইলাম ভবে,
নিজেকে নিজে পাইনি খুঁজে হারিয়ে গেলাম কবে?
আমি বান্দা আছি বান্ধা তব শিকল পরে,
মরন বীন বাজবে যেদিন, নিবে এসে ধরে।
তব দয়ায় আছি ধরায় সারা জনম ভর,
তুমি মহান বাচাঁও প্রাণ দিয়ে কত আদর।
আমি গরীব তুমি মনিব মহাবিশ্বে মাঝে,
কার সাধ্য করে বাধ্য তুমার সব কাজে?
রাখ মার সবই পার তুমি শক্তি ধর,
আমি পাপি চাহি মাফি ওগো দয়ার বর।
তুমি মালিক আমি আশিক আমার পানে চাও,
প্রান ভরি আরজ করি কবুল করে নাও।
তুমি শক্তি করি ভক্তি চির চিরন্তন,
তরাও মোরে পর পারে 'শেষ নিবেদন'।
লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।
চরন ধরি বিনয় করি ওগো দয়াময়,
তুমি বিনে এই ভুবনে আপন কেহ নয়।
সত্য পথে সদা চলতে শক্তি দাও মোরে,
পর মন্দ ঝগড়া দ্বন্দ্ব রাখ মোর দূরে।
আমি কাঙ্গাঁল তুমি দয়াল সর্ব শাস্ত্রে পাই,
তবে কেন নাহি শুন আমার ফরিয়াদ সাঈ।
জনমভর লোভের পর, পড়ে রইলাম ভবে,
নিজেকে নিজে পাইনি খুঁজে হারিয়ে গেলাম কবে?
আমি বান্দা আছি বান্ধা তব শিকল পরে,
মরন বীন বাজবে যেদিন, নিবে এসে ধরে।
তব দয়ায় আছি ধরায় সারা জনম ভর,
তুমি মহান বাচাঁও প্রাণ দিয়ে কত আদর।
আমি গরীব তুমি মনিব মহাবিশ্বে মাঝে,
কার সাধ্য করে বাধ্য তুমার সব কাজে?
রাখ মার সবই পার তুমি শক্তি ধর,
আমি পাপি চাহি মাফি ওগো দয়ার বর।
তুমি মালিক আমি আশিক আমার পানে চাও,
প্রান ভরি আরজ করি কবুল করে নাও।
তুমি শক্তি করি ভক্তি চির চিরন্তন,
তরাও মোরে পর পারে 'শেষ নিবেদন'।
লেখক-মিশিগান, যুক্তরাস্ট্র।
