Saturday, September 6, 2014

‘ব্যবধান’

বজলুর রশীদ চৌধূরী


জগৎ ভরা কত মরা অভাব শালার ফাঁদে,
করুন চিত্র দেখে মন ঝুরে ঝুরে কাঁদে।
কেহ খায় উদর ভরে কেউবা উপাস রয়,
কেঁপে কেঁপে হাত বাড়ায়-কার বা দয়া হয়।
অনাহারে অর্ধাহারে কত যায় মারা,
মানবতা কেঁদে মরে-হয় গো দিশেহারা।
রোগে শোকে কত কাতর-ক্ষুদায় উদর জ্বলে,
সবল দেহ পড়ছে নূয়ে-ব্যবধানের ফলে।
রাস্তাঘাটে কত মরা দেখে দেখে যাই,
মারে যারা বাঁচে তারা-মরার বিচার নাই।
মানবতার মুক্ত নিশান উড়ে দেশে দেশে,
কাংগালীরা তবু মরে ক্ষুধার দরিয়ায় ভেসে।
কেউবা গড়ে অট্টালিকা-কেউবা কূঁড়ে ঘর,
কেউবা থাকে গাছতলায়-কেউবা রাস্তার পর।
বিশ্ব জুড়া কাব্য ছড়া গায় মানুষের গান,
মানুষে মানুষে নাই ভেদাভেদ-সকল মানুষ সমান।
সমতার এই মহাস্রোতে যত কটি সাঁতার,
দিনে দিনে বেড়ে উঠে ব্যবধানের পাহাড়।
কত বর্ণের মানুষ বাসে রংগের দুনিয়ায়,
কারো হাসি কারো কান্না-এই তো জীবন যায়।
বিশ্ববাসী ভালবাসি গাও মানুষের গান,
মানবতার নিশান তুলে হও মহীয়ান।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।


No comments:

Post a Comment

bazlurusa@gmail.com