বজলুর রশীদ চৌধুরী
আউলা বেশে চল বাউল-গাও মরমী গানচাওয়া পাওয়া নাইকো তোমার-মহাতত্ত্বে ধ্যান।
হাতে তোমার একতারা-ধীরে চলার গতি,
কত রঙ্গের গান গাও-ওগো গানের পতি।
হাট বাজারে দেখা পাই-পাই রাস্ত্মা ঘাটে,
চিকন তারে সুর তুলে যাও গাঁয়ের বাটে বাটে।
ঘর বাড়ীর খোঁজ নাই-সারা দুনিয়া বাড়ী,
মন পবনের গান গেয়ে জীবন দিলে পাড়ি।
তোমার প্রেমে কত আশিক-কত করে ঘীন,
ফিরে নাহি চাও গো সেথায়-বাজাও গানের বীন।
অবহেলায় পড়ে থাক ছেঁড়া বসন গায়,
গানে গানে যায় যে বেলা-খেয়াল থাকে না তায়।
সুরে সুরে গাও গো বাউল তোমার মনে গান,
মহাপ্রেমে মশগুল তুমি পাক্ এলাহির দান।
মাজার মোকাম জিয়ারত কর সংগে সাধু ফকীর,
আসন পেতে গাও গান, দেখে জিন্দা পীর।
কেউবা হাসে, কেউবা কাঁদে তোমার গান শুনে,
কত রশিক তোমার প্রেমিক মালজোড়ার গুনে।
দেহাতত্ত্বের ভেদ খোলে গাও দেহেন গান,
মাটির দেহ হবে মাটি কেন পেরেশান?
পীর মুরশিদী ভাটিয়ালী আরো মারিফতি,
তত্ত্ব খোরে বিভোর তুমি পেয়ে কামালতি।
গ্রাম-গঞ্জে আসর বসে-বসে মাঠের উপর,
তোমার গানে উদাস হয়ে কত ছাড়ে ঘর।
আউল তুমি বাউল তুমি সাধক তোমার বলি,
বড় ইচ্ছা জাগে বাউল-তোমার সংগে চলি।
-মিশিগান, যুক্তরাষ্ট্র
No comments:
Post a Comment
bazlurusa@gmail.com