বজলুর রশীদ চৌধুরী
দুই বাংলার কবি কবিতা নহি মোরা পর,
একে অন্যের দোসর আছি সারা জনম ভর।
কর্ম দোষে বাস করি পরদেশী হয়ে,
লাঞ্চনা আর বঞ্চনা সদা যাচ্ছি সয়ে।
বঙ্গঁ ভান্ডার ভেঙ্গে গেল বিধি হল বাম,
আপন জন হল পর মুছে গেল দাম।
বর্ষে বর্ষে খুশীর সানাই বাজত সুরের তালে,
সেই সুর গেল দূর দুঃখ ভাসে ভালে।
এক নদীতে সাঁতার কাটি-একই তীরে বাস,
এক পানিতে স্নান করে পূরাই মনের আশ।
গাছ-গাছালীর শ্যামল ছায়ায় বন বানরের খেলা,
দেখে আরো প্রাণ জুড়ায় বর্ষাকালের ভেলা।
রোদ দুপুরে মাঠের পরে রাখাল বাজায় বাঁশী,
এই পথ ধরে যায় আমার দূরের গাঁয়ের চাষী।
সবুজ ঘেরা গাঁয়ের কোলে বসি গাছের ছায়,
হাওরী পথের বাঊরা বাতাস লাগে এসে গায়।
এত সুন্দর বাংলা আমার কেন হল দুই?
আবার কবে সেদিন হবে ঝুরে মরি মুই।
দুই বাংলার কবি কবিতা হও চির অমর,
তোমার বুকে ভাসে যেন সোনার বাংলার খবর।
কবি-মিশিগান, যুক্তরাস্ট্র।
দুই বাংলার কবি কবিতা নহি মোরা পর,
একে অন্যের দোসর আছি সারা জনম ভর।
কর্ম দোষে বাস করি পরদেশী হয়ে,
লাঞ্চনা আর বঞ্চনা সদা যাচ্ছি সয়ে।
বঙ্গঁ ভান্ডার ভেঙ্গে গেল বিধি হল বাম,
আপন জন হল পর মুছে গেল দাম।
বর্ষে বর্ষে খুশীর সানাই বাজত সুরের তালে,
সেই সুর গেল দূর দুঃখ ভাসে ভালে।
এক নদীতে সাঁতার কাটি-একই তীরে বাস,
এক পানিতে স্নান করে পূরাই মনের আশ।
গাছ-গাছালীর শ্যামল ছায়ায় বন বানরের খেলা,
দেখে আরো প্রাণ জুড়ায় বর্ষাকালের ভেলা।
রোদ দুপুরে মাঠের পরে রাখাল বাজায় বাঁশী,
এই পথ ধরে যায় আমার দূরের গাঁয়ের চাষী।
সবুজ ঘেরা গাঁয়ের কোলে বসি গাছের ছায়,
হাওরী পথের বাঊরা বাতাস লাগে এসে গায়।
এত সুন্দর বাংলা আমার কেন হল দুই?
আবার কবে সেদিন হবে ঝুরে মরি মুই।
দুই বাংলার কবি কবিতা হও চির অমর,
তোমার বুকে ভাসে যেন সোনার বাংলার খবর।
কবি-মিশিগান, যুক্তরাস্ট্র।

No comments:
Post a Comment
bazlurusa@gmail.com