- বজলুর রশীদ চৌধূরীবছর পূরে ঘুরে এল, পবিত্র মাস রমজান,
আগমনী বার্তা জানায় রজব আর শাবান।
তিন ভাগে এই মাস, হাদিস যায় বলে,
প্রথম ভাগ কত বরকত, রহমত সাথে চলে।
মাগ্ফেরাতে দ্বিতীয় ভাগ, রাখ নিয়ত করে,
মাওলার দিদার পাবে তখন, বিপদ যাবে সরে।
শেষ ভাগে নাজাত আছে, আল্লাহ্ পাক্ কয়,
মোনাজাতে মাফি পাবে, জানিবে নিশ্চয়।
এই মাসেতে সিয়াম সাধন, এই মাসেতে রহম,
এই মাসেতে রোগ-শোক, সবই হবে খতম।
এই মাসেতে মশকিল আহ্সান, এই মাসেতে দান,
এই মাসেতে যাকাত-ফিৎরা, আসমানী ফরমান।
এই মাসেতে শয়তান বন্দী, খোদা তালার আদেশ,
এই মাসেতে ভূত-প্রেত, হবে নিরুদ্দেশ।
এই মাসেতে মসজিদ নিবাস, আছে দশ দিন,
এই মাসেতে পূণ্য আনে, দ্বীন পূজারী মোমিন।
এই মাসেতে কোরআন নাজিল, রাত শবে ক্বদর,
এই মাসেতে খোলা থাকে মহান আল্লাহর সদর।
লেখক : মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী।
No comments:
Post a Comment
bazlurusa@gmail.com