Saturday, January 14, 2017

‘রক্তঝরা একুশ’

বজলুর রশীদ চৌধূরী
রক্তঝরা একুশ আমার ভাষা শহীদের দান,
একুশ আমার মায়ের ভাষা, একুশ বাংলার গান।
বছর বছর আসে একুশ, ব্যথায় ভরা বুক,
রক্তে রক্ষা মুখের ভাষা, ভাবতে লাগে দুখ।
সালাম বরকত রফিক শফিক, জব্বার আরো কত,
শহীদ হলেন ভাষার তরে, গাজী শত শত।
ছেলে হারা মায়ের কান্না, বাবার আহাজারি,
ভাষা গানে রূপ পেল, একুশ ফেব্রুয়ারী।
বাংলা সংখ্যা একুশ আমার বাড়ায় জাতির মান,
মূখের ভাষা রাখতে ঐদিন শহীদ কত প্রান।
একুশ পড়ি একুশ ধরি একুশ আমার জিকির,
একুশ আমায় শিখিয়ে দিল স্বাধীনতার ফিকির।
বায়ান্নের ঐ ভাষা যুদ্ধে - মায়ের ভাষা রয়,
যুদ্ধে গড়া জাতি মোরা - বীরের পরিচয়।
রক্তমাখা বর্ণ আমার আছি বুকে ধরে,
অ আ ক খ বলি,- হৃদয় উজার করে।
একুশ আমার মূখের ভাষা, একুশ আমার আদর,
একুশ আমায় পরিয়ে দিল - স্বাধীন বাংলার চাদর।
স্বাধীন দেশ স্বাধীন জাতি,- রইবে চিরকাল,
আমার একুশ কইবে কথা - সালের পর সাল।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।