বজলুর রশীদ চৌধূরী
ফলাফল খতিয়ে দেখি চাওয়ার উপর বসি।
যত চাই তত পাই-শেষ হয়না পাওয়া,
পাওয়া কি আর হয় শেষ, শেষ না হলে চাওয়া?
অঙ্গভরা যৌবন পেয়ে সাজি প্রেমের বর,
স্ত্রী-পুত্র পেয়ে বাঁধি সুখী সুন্দর ঘর।
বংশ গৌরব পেয়ে করি কুলের অহংকার,
নিজকে নিজে ভাবতে থাকি সমাজ সেরা সরকার।
বিদ্যা শিক্ষা পেয়ে হই মস্ত বড় সাহেব,
হাতল চেয়ারে বসি চালি-শত শত নায়েব।
ধন রত্ন পেয়ে গড়ি মনোহরী বাড়ী,
দিবা নিশি চলতে থাকে নিজের খবরদারী।
মাসে মাসে ব্যবসা থেকে যত লাভ আসে,
বার্ষিক হিসাব কষে পাই-ব্যবসা লাভে ভাসে।
আরো চাই আরো চাই-বাড়াও যত পার,
পাওয়ার নিশায় বিভোর আমি-পাইতে চাই আরো।
ঘটা করে ছেলে-মেয়ের দিলাম বিয়ে শাদী,
দিনে দিনে হিসাব পাই-আমিই তাদের বাদী।
চোখের জ্যোতি কমে গেছে-দেহে বল নাই,
লাঠির উপর ভর দিয়ে-শেষের হিসাব মিলাই।
লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।