Tuesday, November 19, 2013

‘কবি দিলওয়ার’


-বজলুর রশীদ চৌধূরী

শ্রদ্ধাভরে স্মরণ করি গণকবি দিলওয়ার,
মৃত্যু কোলে হাসছ তুমি, চোখে জল সবার।
তুমি সুখ তুমি শান্তি তুমি ছিলে আশা,
তুমি কাব্যের সফল নায়ক, সকল ভালবাসা।
ক্ষণজন্মা পুরুষ তুমি, সফল তোমার কর্ম,
একুশে পদক বুঝিয়ে দিল কবি বাউলের মর্ম।
তোমার স্বপন তোমার জীবন তব চিন্তাধারা,
পূরণ করে যাবো মোরা, পাছে আছি যারা।
টেলিফোনের শেষ উপদেশ মনে থাকবে মোর,
বজলু তুমি সাজিয়ে তোল গ্রাম-বাংলার ঘর।
তোমার মাঝে যা পেয়েছি লিখার ভাষা নাই,
তোমায় নিয়ে সিলেট-বাংলা গর্ব করে বেড়াই।
যুগে যুগে কত মানুষ, আসে আর যায়,
তারই মাঝে মাত্র ক’জন অমর এই ধরায়।
কবি তুমি চলে গেছ, থাকবে চিরকাল,
তোমায় মোরা করবো স্মরণ, সালের পর সাল।
ঠান্ডাজ্বরে ভোগছি আমি হাসপাতালে শুয়ে,
শ্রদ্ধাভরে করছি স্মরণ তোমার কাব্য ছুঁয়ে।
কবির কথা স্মরণ করে ডাকি দয়াময়,
দিলওয়ার ভাই’র তরে যেন বেহেস্ত নসীব হয়।