বজলুর রশীদ চৌধূরী
এক মায়ের সন্তান মোরা, বীর সাহসী জাতি,সুখে-দুঃখে থাকি সবাই একে অন্যের সাথী।
এক ভাষায় কথা বলি, একই দেশে বাস,
এক মাঠেতে খেলে-ধূলে পূর্ন করি আশ।
এক স্কুলের ছাত্র মোরা, একই সবক পড়ি,
আউল-বাউল গানের সুরে হৃদয় মন ভরি।
হিন্দু-মুসলিম ভাই ভাই, করি গলাগলি,
ঝগড়া-বিবাদ নাইকো মোদের এক সাথে চলি।
জাতি-ধর্ম নির্বিশেষে স্ব স্ব পোশাক পরি,
ভাতে-মাছে এই বাঙ্গালী, কত গৌরব করি।
বিশ্ব জুড়ে সুনাম আছে মোরা বীরের জাতি,
যুদ্ধ করে মুক্ত হয়ে জ্বালাই স্বাধীন বাতি।
ভাষাযুদ্ধে মুক্তিযুদ্ধে অনেক গেল চলি,
শহীদ-গাজীর বাংলা আমার গর্ব করে বলি।
এক হাটে সওদা করি, এক কাষ্ঠে রাঁধা,
মিলেমিশে থাকি মোরা জাতি সূতায় বাঁধা।
গৌরব ভরা জাতি মোরা, বুকে আছে বল,
এমন সুন্দর দেশ আমার কেন হবে অচল ?
দিনের পথে দিন যাক্ , আবার আসবে ফিরে,
সত্য যত কঠিন হোক, থাকবো তাকে ঘিরে।
এক মাঘে যায়না শীত, এক গ্রীষ্মে গরম,
কঠিন সত্য মেনে নিয়ে মনকে করি নরম।
এক মনে এক ধ্যানে থাকি সারা জনম,
দেশ-জাতির ক্ষতি হলে নিজে হবো খতম।
দেশের কথা জাতির ব্যথা সদা থাকুক মাথায়,
আপন ভুলে যাইনা যেন অতীত খাতার পাতায়।
মায়া ভরা দৃষ্টি থাকুক, আদর ভরা উদর,
সারা জনম পরবো মোরা মহাসুখের চাঁদর।
আসুন সবাই এক সারিতে হাত তুলে বলি,
হানাহানির বদলা নেই করে গলাগলি।
ভালবাসা কথাটাকে আসুন ভালবাসি,
জাতির ঐক্য গড়ে তুলে, হাসি তৃপ্তির হাসি।
দেশ গড়ার শপথ নিয়ে গাহি ঐক্যের গান,
অতীত ব্যথা ভুলে ফেলে উড়াই বিজয় নিশান।
লেখক ঃ মিশিগান, যুক্তরাষ্ট্র প্রবাসী